মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলায় করোনা রোগী আশংকাজনক হারে বাড়ছে। শুধুমাত্র গত এক সপ্তাহে অর্থাৎ গত ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও কক্সবাজার পৌরসভার মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৯৭ জনের দেহের নমুনা টেস্ট করে ৬০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। যা নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ২০’২০%।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ২০ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে কক্সবাজার জেলার ১৭ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে সদর উপজেলার ১১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। এনিয়ে শনিবার পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা হলো মোট ২৯৭৯ জন। অথচ রোহিঙ্গা শরনার্থী সহ পুরো কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬ হাজার ১ শত ৭৩ জন। সদর উপজেলায় করোনা রোগী আশংকাজনক ভাবে বাড়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রোগীর ভীড়ও প্রতিদিন বাড়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির কক্সবাজার সদর উপজেলায় আশংকাজনক হারে করোনা রোগী বাড়ায় তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে শনিবার ২০ মার্চ রাতে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দিয়েছেন। নিম্নে স্ট্যাটাসটি তুলে ধরা হলো :

“বিগত এক সপ্তাহে (১৪/৩/২১-২০/৩/২১) কক্সবাজার সদর হাসপাতাল ও পৌর সভার ২৯৭ স্যাম্পলে ৬০ জন পজিটিভ, মানে পজিটিভিটি ২০.২০%। “ক্ষমা কর প্রভু।”