অনলাইন ডেস্ক
মিয়ানমারের সেনা সরকার বিবিসির বার্মিজ ভাষা বিভাগের এক রিপোর্টারকে আটক করেছে।
জানা গেছে, অং থুরা নামের ওই রিপোর্টার রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে যখন কাজ করছিলেন, তখন সেখান থেকে তাকে সাধারণ পোশাকধারীরা তুলে নিয়ে যায়।
বিবিসি এক বিবৃতিতে বলেছে, অং থুরার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তিনি কোথায় আছেন তা জানতে সাহায্য করার জন্য বার্মিজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে, মিয়ানমারে আজ শুক্রবারও সেনাবিরোধী অব্যাহত বিক্ষোভে আরও অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র : বিবিসি।