কফিল উদ্দিন রামু:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মুজিব তোমার নাম, শততম জম্মবার্ষিকীতে জানাই তোমায় লক্ষ কোটি সালাম। মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে রামু উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়েছে।

দিনের অংশ হিসাবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ভোর সকাল ৬:০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,রামু থানা পুলিশের পক্ষ থেকে সশস্ত্র সালাম প্রদর্শন, ৯:৪৫ মিনিটে বেলুন উত্তোলন ও জন্মদিনের কেক কাটা হয় তাছাড়া সকাল ১০:১৫ মিনিটে এ উপলক্ষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা শুরু হয়।তাছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন রামু শিশু সমাবেশ, প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সরওয়ার উদ্দিন,রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) সালাহ উদ্দিন,ভাইস চেয়ারম্যান (মহিলা) আফসানা জেসমিন পপি,ডেপুটি কমান্ডার বাবু রনধীর বড়ুয়া,বীরমুক্তিযোদ্বা সিরাজুল হক রেজা,সহকারী বন সংরক্ষক কর্মকর্তা আনিছুর রহমানসহ অনেকে।

তাছাড়া রামু উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণ,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, রামুর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ,সাংবাদিকসহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে রামু সরকারি কলেজে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী পালন করা হয়,রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল হকের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যক্ষ মোঃ আবদুল হক, অধ্যাপক নিজামুল হক, আবু তাহের, আ ম ম জহির,আক্তার জাহান কাকলি, ইজত উল্লাহ,আলমগীর,মোবারক হোসেন,বেলাল উদ্দিন,ক্রীড়া শিক্ষক জাহাংগীর আলম,প্রধান সহকারী নীতিপূর্ণ বড়ুয়া,হিসাব রক্ষক আলাউদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন । এছাড়া সকল শিক্ষক কর্মচারীগণ উপস্হিত ছিলেন।