হেলাল উদ্দিন, টেকনাফ : বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭মার্চ ) সকাল সাড়ে ৯টায় হ্নীলা হাইস্কুলে ইতিহাসের মহানায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে জাতীয়, মুজিববর্ষ ও স্কুল পতাকা উত্তোলন করা হয়৷ এরপর কেক কেটে জন্মশতবার্ষিকী উৎযাপন করা হয়৷ মিষ্টিমুখ শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার৷ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি তরুন রাজনীতিবিদ মাহাবুব মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফুদ্দিন খালেদ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, সিনিয়র শিক্ষক ছিদ্দিক আহমদ, সহকারী শিক্ষক নিলুফা ইয়াছমিন মুক্ত, মনোয়ার হোসেন, শাহ আজিজ, কায়সার হেলাল, আবু ইউছুফ, নুরুল হোসাইন ভূট্টো, কামাল উদ্দিন, মৌলানা আবুল হোছাইন ফেরদৌসী, এইচ দেলোয়ার মঞ্জুর, প্রবাল শর্মা, আব্দুল শুক্কুর, আব্দুল মোতালেব, শফিউল আলম, সাহিদুর রহমান খান, সরওয়ার কামাল ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়৷ এদিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার চালুর ফলে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে পাঠ্য-পুস্তকের চেয়ে আরো বেশী কিছু জানতে পারবেন।