এম.জুবাইদ,পেকুয়া:
সারাদেশে করোনা (কোভিট ১৯) পরিস্থিতি অবনতি হওয়ায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় মাইকিং করেন এবং মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজার এলাকায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরিদান করতে মাইকিং করেন এবং উপস্থিত বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ বলেন, মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মানার কারণে সাম্প্রতিক সময়ে কোভিড ১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।

অবহেলা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে করোনার সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

তিনি বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করা হবে এবং মাস্ক ছাড়া রাস্তায় পেলে জরিমানা করা হবে।