প্রেস বিজ্ঞপ্তি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আব্দুর রশিদ স্থানীয় কূচক্রি মহলকর্তৃক ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ দেড় মাস যাবৎ কারা অন্তরিন রয়েছেন। তিনি বর্তমানে বান্দরবান জেলে। সেখানে অসুস্থাবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। তার সন্তানদের পড়া-লেখা বন্ধ। পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি হিসেবে তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের জীবন নির্বাহ চরম কষ্টে। সব মিলে রশিদ ও তার পরিবার এখন অচলাবস্থায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় তার বিষয়টি যাচাই করে
ষড়যন্ত্রমূলক ও অমানবিক মনে করেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের নের্তৃবৃন্দ। তারা এ সাংবাদিকের এ মামলা প্রত্যাহার ও তার অতিদ্রুত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,সহ-সভাপতি আবদুল হামিদ,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)জাহাঙ্গির আলম কাজল,সিনিয়র সাংবাদিক ইফসান খান ইমন,সিনিয়র সাংবাদিক আবুল বশর নয়ন,অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,প্রচার ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুুক্কু,তথ্য ও গভেষনা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক মো:শাহীন,নির্বাহী সদস্য সানজিদা আক্তার রুনা,নির্বাহী সদস্য মুফিজুর রহমান,প্রেস ক্লাব সদস্য মাহমদুল হক বাহাদুর,সদস্য মো: ইউনুছ,সদস্য মো তৈয়ব,সদস্য এম আবু শাহমা।