সিবিএন ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রির সময় ১৪ মার্চ থেকে বাড়িয়ে ২২ মার্চ করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কলেজ ভর্তি করা শিক্ষার্থীদের বিষয়ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রি দেয়নি অথবা ভুল পত্রকোড এন্ট্রি দিয়েছে, সেসব কলেজকে উল্লিখিত সময়ের মধ্যে অনলাইন পত্রকোড এন্ট্রি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রির সময় আর বাড়ানো হবে না।