এম.জুবাইদ, পেকুয়া :
পেকুয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে ছয়টি দোকানসহ এক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রাতে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বটতলীয়াপাড়া গ্রামে গোলাম সোবহান মেম্বার দোকান ষ্টেশনে এ ঘটনা ঘটে। সমাজপতি, আবুবক্কর ছিদ্দীক, নুরুল ইসলাম, আবু তাহের জানায়, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি। মানিকের চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আজগর আলীর চায়ের দোকান, নুরুল আবছারের চায়ের দোকান,মুজিবুর রহমানের টেইলার্সের দোকান, নেজাম উদ্দিনের সদ্য নির্মিত দোকানঘর ও পাশের মৃত.মোজাহের আহমদের ছেলে রেজাউল করিমের বসতঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বেলাল উদ্দিন, আবু ছিদ্দীক, শফিউল আলম, শাহাব উদ্দিন, শামসুল আলম জানায়, এলাকাবাসী আগুন নিয়ন্ত্রন করার আপ্রাণ চেষ্টা চালায়, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে চোখের এক পলকে সবকিছু শেষ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনে। আগুনে প্রায় ৪/৫লাখ টাকার ক্ষতি হতে পারে ধারনা করছেন স্থানীয়রা।