মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন উপজেলা প্রশাসন। শনিবার(১৩ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মা-মাছ ডিম ছাড়ার মৌসুম কে সামনে রেখে”হালদায় অভিযান জোরদার করা হয়েছে।”আগামী মাস থেকেই হালদায়। ডিম ছাড়ার মৌসুম শুরু হবে।
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ,জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট্(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
তিনি বলেন,উপজেলার সর্তার ঘাট থেকে কালুরঘাট হালদার মুখ পর্যন্ত অভিযান পরিচালনা করে কারেন্ট জাল ও নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ৩টা নৌকা ধ্বংস করা হয়।এক নৌকাকে জরিমানা ৫ হাজার টাকা। হালদা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।