মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল সহ নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন-কক্সবাজারস্থ সমমনা আইনজীবী পরিষদ। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে গঠিত এই পরিষদ এক অভিনন্দন বার্তায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের অধিকার সুরক্ষা, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যাপক অবদান এবং তাঁদের নেতৃত্বে সমিতির কার্যক্রম আরো গতিশীল ও সাবলীল হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

কক্সবাজারস্থ সমমনা আইনজীবী পরিষদের অভিনন্দনদাতারা হলেন-এডভোকেট সালাহ উদ্দিন আহমেদ (আইডি-৫৬৫০), এডভোকেট ফরিদুল আলম (আইডি-৫৯২১), এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী (আইডি-৫৯৫২), এডভোকেট সলিমুল মোস্তফা (আইডি-৭১৯৫), এডভোকেট মোহাম্মদ নাজেম উদ্দিন (আইডি-৭৮৪২), এডভোকেট জিয়া উদ্দিন (আইডি-৯১২০), কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২ প্রমুখ।

প্রসঙ্গত, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির গত ১০ ও ১১ মার্চ ২দিন অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের এডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল সর্বোচ্চ ৩০৯৫ ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে সাদা প্যানেল ৮টি পদে এবং নীল প্যানেল ৬টি পদে জয়লাভ করেছেন। নির্বাচনে মোট ৭৭২২ জন ভোটারের মধ্যে ২দিনে মোট ৫৪৮৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।