নিজস্ব প্রতিবেদকঃ
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে কুরআন প্রেমীদের ঢল নেমেছে।

সকাল ১০ টা থেকে শুরু হয় এই মাহফিল। এতে দূর দূরান্ত থেকে প্রচুর লোক জমায়েত হয়। সন্ধ্যা নাগাদ অনুষ্ঠানস্থল ভরে যায়। আয়োজকরা যথেষ্ট আন্তরিকতার সাথে কুরআনের তিলাওয়াত শোনার ব্যবস্থা করেছেন। এশার পর থেকে কুরআন প্রেমিকদের সমাগম বাড়ে। মাহফিলের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম কাজ করেছে। প্রবেশ গেইটসহ বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করে।

হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ক্বেরাত সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী এবং দেশবরেণ্য ক্বারীগণ পবিত্র কুরআনের তেলাওয়াত করেন।

সেখানে রয়েছেন- মিশরের প্রখ্যাত ক্বারী শায়খ ক্বারী আব্দুন নাসের হারক ইরানের শায়খ ক্বারী সায়ীদ তুসী, ইরান, মিশরের ক্বারী শায়খ মাহমুদ তুখী।

দেশের বরেণ্য ক্বারীগণ হলেন- শায়খ আমজাদ হোসাইন, ক্বারী শায়খ শহীদুল ইসলাম, ক্বারী শায়খ আহমাদুল হক, (পটিয়া) ক্বারী শায়খ মুফিজুল হক, (চট্রগ্রাম), ক্বারী শায়খ ইসহাক, (ইসাপুর), ক্বারী শায়খ আনওয়ার, (চট্রগ্রাম) ও ক্বারী শায়খ আব্বাস সম্মেলনে কুরআন তেলাওয়াত করবেন।

সম্মান প্যান্ডেলে সকাল ১০ টা হতে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।