রাশেদুল ইসলাম মাহমুদ:
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজারের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫ম ক্বেরাত সম্মেলন আজ।

শনিবার (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে আন্তর্জাতিক এবং দেশবরেণ্য ক্বারীরা পবিত্র কুরআন তেলাওয়াত করবেন।

বিশেষ ক্বারী ইরানের শায়খ ক্বারী সায়ীদ তুসী, মিশরের ক্বারী শায়খ মাহমুদ তুখী, ক্বারী শায়খ মাহমুদ আব্দুল বাসীত হারক ইতোমধ্যে কক্সবাজার এসে পৌঁছান।

দেশের বরেণ্য ক্বারী শায়খ আমজাদ হোসাইন, ক্বারী শায়খ শহীদুল ইসলাম, ক্বারী শায়খ আহমাদুল হক, (পটিয়া) ক্বারী শায়খ মুফিজুল হক, (চট্রগ্রাম), ক্বারী শায়খ ইসহাক, (ইসাপুর), ক্বারী শায়খ আনওয়ার, (চট্রগ্রাম) ও ক্বারী শায়খ আব্বাস সম্মেলনে কুরআন তেলাওয়াত করবেন।

বাদ আছর হতে স্থানীয় ক্বারীদের তিলাওয়াত, বাদ মাগরিব বিভাগীয় ক্বারীদের তিলাওয়াত, ঈশার নামাজের পূর্বে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার ‘এর যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা ইউনুস ফরাজী জানান-গত ছয় বছর ধরে এই ক্বেরাত সম্মেলন হচ্ছে। তবে, করোনার কারণে গত বছর ক্বেরাত সম্মেলন হয় নি।