সাদমান সাকিল
এক হাতে মহাতেজস্বী কোকিল ডাকে
আরেক হাতে ডাকে বিষন্ন শকুন।
জীবনপ্রবাহ চলতে চলতে থামে
শেফালির তোড়া ভেঙেচুরে যায়।
চুপিসারে জেগে থাকে গোপন গোলাপ
একদিন-
এই কোলাহলে-
সবার অগোচরে-
নিঃশব্দে ডেকে উঠে বিকল্প বালিকা বক।
ঠোঁটে রক্ত, চারদিকে আমিষ গন্ধে ভরপুর…
জাহান্নামের গোলাপের ঝাঁড়ে সন্ধ্যায়
শ্লোকের, শ্লোগানের খোঁজে আসে
তোমাদের মতো-
দগ্ধ শহুরে।
অর্বাচীন এই রাত্রির কোলে
মৃত মাতাল প্রাগৈতিহাসিক নদ-নদীর মতো
শহরজুড়ে পড়ে আছে
সারি সারি-
বিহ্বল জাদুকরী দেহ।
লেখা : সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।