মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, সুপ্রীম কোর্ট থেকে :

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের এডভোকেট আবদুল মতিন খসরু সভাপতি এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল পূণ:রায় টানা দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে সাদা প্যানেল ৮টি পদে এবং নীল প্যানেল ৬টি পদে জয়লাভ করেছেন। গত ১০ ও ১১ মার্চ ২দিন এ নির্বাচনে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মোট ৭৭২২ জন ভোটারের মধ্যে ২দিনে মোট ৫৪৮৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিচারপতি এ.এফ.এম আবদুর রহমান নির্বাচন উপ কমিটির আহবায়ক (প্রধান নির্বাচন কমিশনার) এর দায়িত্ব পালন করেন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন- সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরু বিজয়ী (প্রাপ্ত ভোট ২৯৬৮ টি), নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের এডভোকেট মো: ফজলুর রহমান (প্রাপ্ত ভোট ২১৩২ টি), ব্যবধান-৮৩৬ ভোট। সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা বিজয়ী (প্রাপ্ত ভোট ২৬১১ টি), নিকটতম প্রতিদ্বন্দ্বী একই প্যানেলের এডভোকেট আলী আজম (প্রাপ্ত ভোট ২৪৯০ টি), ব্যবধান-১২১ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম বিজয়ী (প্রাপ্ত ভোট ২৮৭৪ টি), নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের এডভোকেট মো: আবদুল্লাহ আল মাহমুদ (প্রাপ্ত ভোট ২১৫১ টি), ব্যবধান-৭২৩ ভোট। সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি বিজয়ী (প্রাপ্ত ভোট-২৫১৩ টি)। নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের এডভোকেট রশিদা আলম ঐশী (প্রাপ্ত ভোট-২০৯৬ টি), ব্যবধান-৪১৭ ভোট। একই প্যানেল ৭ টি নির্বাহী সদস্যের মধ্যে ৪ টিতে বিজয় লাভ করেছে। তাঁরা হলেন, এডভোকেট মাহফুজুর রহমান রুমন (প্রাপ্ত ভোট-২৮২৯ টি), কক্সবাজারের সন্তান এডভোকেট এ.বি.এম শিবলী সাদেকীন (প্রাপ্ত ভোট-২৮০৭ টি), এডভোকেট মিন্টু কুমার মন্ডল (প্রাপ্ত ভোট-২৫০৭ টি), এডভোকেট মুনতাসীর উদ্দিন আহমদ (প্রাপ্ত ভোট-২৪৩৭ টি)।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) থেকে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন-সাধারণ সম্পাদক পদে বিজয়ী ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল (প্রাপ্ত ভোট, ১৪ জন নির্বাচিতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট ৩০৯৫ টি), নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের এডভোকেট আবদুল আলীম ভূইয়া জুয়েল (প্রাপ্ত ভোট-২২০৪ টি), ব্যবধান -৮৯১ ভোট, যা সর্বোচ্চ সংখ্যক ভোটের ব্যবধান। সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মো. জালাল উদ্দিন বিজয়ী (প্রাপ্ত ভোট-২৭৪৭ টি), সহ-সম্পাদক পদে এডভোকেট মাহমুদ হাসান বিজয়ী (প্রাপ্ত ভোট-২৭২৪ টি)। একই প্যানেল ৭ টি নির্বাহী সদস্যের মধ্যে ৩ টিতে বিজয় লাভ করেছেন। তাঁরা হলেন-ব্যারিস্টার এস.এম ইফতেখার উদ্দিন মাহমুদ (প্রাপ্ত ভোট-২৮০৫ টি), এডভোকেট পারভীন কাওসার মুন্নী (প্রাপ্ত ভোট ২৫৩৮-টি) ও এডভোকেট রিদুয়ান আহমদ রনজীব (প্রাপ্ত ভোট-২৪৩৯ টি) বিজয়ী। নির্বাহী সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের এডভোকেট মো: মনজুর আলম সুজন (প্রাপ্ত ভোট-২৪২১ টি)

প্রসঙ্গত, ১৪ জন নির্বাচিতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩০৯৫ ভোট পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) থেকে নির্বাচিত ‘দি ম্যান অব কমিটমেন্ট’ নামে খ্যাত ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল ২০২০-২১ এবং ২০২১-২২ সালে একটানা দ্বিতীয় বারের মতো সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।