প্রেস বিজ্ঞপ্তি :
সেন্টার ফর এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ) এর তৃণমূল সংগঠন কক্সবাজার সদর পশ্চিম ফোরাম কর্তৃক “নিরাপদ সড়ক আমাদের অধিকার” শীর্ষক মানববন্ধন কর্মসূচি কক্সবাজারের কলাতলিস্থ ডলফিন মোড় এ আয়োজিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন –মোঃ আবু সালেহ সমন্বয়ক সিইএইচআরডিএফ কক্সবাজার সদর পশ্চিম ফোরাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী।

প্রধান অতিথির বক্তব্যে নাজনীন সরোয়ার কাবেরী সিইএইচআরডিএফ কক্সবাজার সদর পশ্চিম ফোরাম এর ৬ দফা যৌক্তিক দাবী মেনে নিয়ে প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান এবং কক্সবাজারের টার্মিনাল থেকে কলাতলি সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য আহবান জানান। সিইএইচআরডিএফ এর প্রতিটি জনস্বার্থ মূলক কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক কক্সবাজার জেলা দায়রাজজ আদালত এর শিক্ষানবিশ আইনজীবী মোঃ ইব্রাহিম। দরিয়ানগর গ্রীনভয়েস এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সায়েম উক্ত মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর এক্সিকিউটিভ অ্যাফেয়ার্স ডিরেক্টর সাঈদ মোহাম্মদ শুভ।

বক্তারা ডলফিন মোড় ট্রাক দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এমন ভয়াবহ দূর্ঘটনা যেনো আর না ঘটে তার জন্য প্রশাসনের যথাযথ নজরদারি এবং ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানান।

সংগঠন এর প্রধান নির্বাহী প্রধান আলোচকের বক্তব্যে ৬ দফা দাবী তুলে ধরেন। দাবী গুলো ছিলো ১. টমটম-সিএনজি’র যত্রতত্র যাত্রী উঠানামা ও পার্কিং নিষেধ করতে হবে। ২. বীচ এলাকার সকল বাস কাউন্টার কেন্দ্রীয় বাসটার্মিনাল এ স্থানান্তর করতে হবে।
৩. রাত ১২ টার আগে ভারি যানবাহন শহরে প্রবেশ নিষেধ করতে হবে। ৪. ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ৫. ডলফিন মোড় এ ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে হবে। ৬. নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা মূলক দীর্ঘস্থায়ী প্রচারণা চালাতে হবে।

মানববন্ধনে সংগঠন এর এসিস্ট্যান্ট প্রিন্সিপাল সেক্রেটারি জিহাদুল ইসলাম, সম্পাদক (সংগঠন) মোহাম্মদ শরিফ, সহযোগী সম্পাদক(শিক্ষা সেক্টর) মোঃ ইলিয়াস রিয়াদ ,সম্পাদক(অর্থ) রেজাউল হায়াত রেজা, সহকারী সম্পাদক(প্রচার) নাছির উদ্দীন সোহেল,সিইও (নেচার গ্লোবাল টিভি) ফাহিমুল আলম তানভীর, সহযোগী সম্পাদক(আইসিটি) জানে আলম শাকিল, কক্সবাজার সদর পশ্চিম ফোরাম এর সহ-সমন্বয়ক (অর্থ) ফয়েজুল ইসলাম, হিউম্যান রাইটস সেক্রেটারী মোহাম্মদ ইব্রাহিম, সহ-সমন্বয়ক (দপ্তর) মুরশেদ খান,সহ-ব্যবস্থাপক(প্রচার) রোবায়েত হাসান,সদস্য মোঃ হাসান,সোহেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।