উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ কক্সবাজার এর
২০১৯-২০২০ইং সনের
অডিট বিজ্ঞপ্তি
এতদ্বারা উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর সকল সদস্য, দেনাদার ও পাওনাদারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নি¤œস্বাক্ষরকারীদ্বয় কর্তৃক আগামী ২৫/০৩/২০২১ খ্রি. তারিখ রোজ বৃহষ্পতিবার, সকাল ১১.০০ ঘটিকার সময় উল্লেখিত সমিতির ২০১৯-২০২০ ইং সনের বিধিবদ্ধ বার্ষিক অডিট কাজ সমিতির কার্যালয়ে আরম্ভ করা হবে।
অতএব সংশ্লিষ্ট সকলকে অডিট চলাকালীন সময়ে নি¤œস্বাক্ষরকারীদ্বয়ের সাথে যোগাযোগ করে তাদের দেনা, পাওনা, শেয়ার ও সঞ্চয় আমানতের স্থিতি ও অন্যান্য হিসাবের জের মিলিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সমিতিতে রক্ষিত হিসাবকে সঠিক ধরে অডিট কাজ সম্পন্ন করা হবে।
স্বাক্ষরিত
(মোহাম্মদ আবদুল্লাহ)
অডিট অফিসার, সদস্য, অডিট দল
ও
পরিদর্শক
জেলা সমবায় কার্যালয়, কক্সবাজার।
স্বাক্ষরিত
(ইকবাল হোছাইন)
অডিট অফিসার, দলনেতা, অডিট দল
ও
পরিদর্শক
জেলা সমবায় কার্যালয়, কক্সবাজার।