প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর কর্তৃক ঘোষিত মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি,মহেশখালী পৌর শাখা,মহেশখালী কলেজ শাখার যৌথ উদ্যোগে বিশাল স্বাগত মিছিল পরবর্তী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সোমবার সকাল ১১ টায় মহেশখালী উপজেলা সদরে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কে এম মোসাব্বির সাফি,সহ সভাপতি পাভেল সিকদার, যুগ্ম সম্পাদক এবিএম মাহমুদ সর্দার,সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন নিলয়,সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নয়ন,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলম সহ জেলা নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবগঠিত মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহেদ হাসান জিসান, মহেশখালী কলেজ ছাত্রদলের আহ্বায়ক একরামুল হকের নেতৃত্বে উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মীদের মূর্হু মূর্হু শ্লোগানে শ্লোগানে নেতাকর্মীরা উপজেলার ইলা কমিউনিটি সেন্টারে সমবেত হয়ে ছাত্র সমাবেশ করেন।

সমাবেশস্হল যখন ভরপুর তখন পুলিশ সমাবেশে বাধা দেয়। তারা মাইক,ব্যানার,মিছিল,শ্লোগান না করতে নিষেধ করলে উপস্হিত প্রধান অতিথি সাবেক এমপি আলমগীর ফরিদ পুলিশের সাথে কথা বলেন।তিনি গণতান্ত্রিক সমাবেশে বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ করার ঘোষণা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সাহসের সাথে সমাবেশ শুরু করলে পুলিশ সময় নির্ধারণ করে দিয়ে দ্রুত শেষ করার অনুরোধ জানালে নেতাকর্মীরা তা মেনে যথাসময়ে সমাবেশ শেষ করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলের সভাপতিত্বে ও,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আ স ম সায়েম সিকদার, যুগ্ম আহ্বায়ক শাকের উল্লাহর পরিচালনায় স্বাগত মিছিল পরবর্তী ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, ৯০ র স্বৈরাচার বিরোধী আন্দোলনের সোনালী অর্জন থেকে শিক্ষা গ্রহণ করে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের সৎ সাহস আর শক্ত মনোবল নিয়ে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার মুক্তির গণ আন্দোলনে ছাত্রদলকে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।তিনি কমিটির নেতৃবৃন্দের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে ককসবাজার জেলা ছাত্রদলের সাথে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে গতিশীল ও মজবুত করার আহ্বান জানান।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক,সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল,সাবেক সহ সভাপতি মাষ্টার আব্দুল মান্নান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আনচার উল্লাহ বিএ, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, নবগঠিত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদ।
ছাত্র সমাবেশ নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আরাফাত, আব্দুল আজিজ নয়ন, তায়েব ইলাহী সিকদার,আসমাউল হাসান খোকা,পৌর ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন,মহেশখালী কলেজের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি,মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এমরান জিয়া, সাইফুল ইসলাম রানা,জাকের হোসেন নিরব,মহেশখালী পৌরসভার নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন কামাল, যুগ্ম আহ্বায়ক খাইরুল রশিদ,যুগ্ম আকাশ নুর,আবুল হাসান রোকন,আরিফুল ইসলাম রোকন,ইমতিয়াজ মোহাম্মদ রায়হান,মহেশখালী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিবলু সাদেক জুয়েল, মোঃ মোস্তাহিদ,সহ নবগঠিত উপজেলা, কলেজ,পৌর শাখার সদস্যবৃন্দ,।

উপজেলা ছাত্রদলের মোহাম্মদ আজিজ,মোরশেদ খান আজাদ, নুরুল আলম শাওন,তৌফিক ইলাহি, আহসান হাবিব, জয়নাল আবেদীন, নাঈমুর রহমান দুর্জয়,সোহেল সিকদার,করিম উল্লাহ,মোঃ সজিব,মোঃইয়াসিন,মোঃ আশেক,মোঃ সাগর,মোঃ এমরান, তারেক রহমান,আব্দুল্লাহ মাসুদ,মাসুদ পারভেজ রুবেল,মোঃ পারভেজ,আব্দুল খালেকসহ ছাত্রদলের সকর ইউনিটের সভাপতি /সম্পাদক সহ নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা দলিলুর রহমান,মাষ্টার সিরাজুল ইসলাম সিরাজ, আবুল কাশেম মেম্বার, মিসবাহ উদ্দিন মজিদি,মাষ্টার গোলাম কাদের,বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোক্তার আহমদ, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ডালিম, হোয়ানক যুবদলের সভাপতি আবদুল মতিন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ জহির,মোঃমাহফুজ উপজেলা যুবদলের সদস্য নুরুন্নবী, এমতাজুল করিম,আসাদ উল্লাহ হেলালী, জহিরুল ইসলাম, উসমান গণি,মোবিনুল হক,সহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দুই হাজার ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বিরানি বিতরণ করা হয়।নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা আগামীর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরচার ভোটচোর সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।