প্রেস বিজ্ঞপ্তিঃ
সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ ও মনীষা-নারী জাগরণ কেন্দ্র আয়োজিত আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সাব-অফিসে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন মনীষা-নারী জাগরণ কেন্দ্র এর সমন্বয়ক, নাছিমা আক্তার পিংকি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনীষার সহ-সমন্বয়ক(দপ্তর) রোমানা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর নির্বাহী প্রধান মোঃ ইলিয়াছ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ’র পরিচালক (কো-অর্ডিনেশন এফেয়ার্স)রুহুল আমিন ,প্রচার বিভাগের সহকারী সম্পাদক নাছির উদ্দিন সোহেল।

এতে বক্তব্য রাখেন মনীষা নারী জাগরণ কেন্দ্র এর সহ-ব্যবস্থাপক(প্রচার) নাসরিন সুলতানা নীলা, এক্সিকিউটিভ মেম্বার শারমিন আক্তার প্রমূখ।

বক্তারা এ সময় নারী, নারী অধিকার, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, নারী ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ’র সহকারী সম্পাদক(সিইও) মিডিয়া উলফাতুল মোস্তফা রানা, মনীষা নারী জাগরণ কেন্দ্র এর আফরোজা আক্তার শিরিন,সুমাইয়া ইসলাম সারা,মিম, লাবণ্য,উন্মে সালমা তান্নি,ফৌজিয়া ইসলাম ছাফা,টিনটিন,সাফিয়া সুলতানা খুকি, ইসরাত জাহান, কাশপিয়া তাসির অমি,মোঃ আমির, তানজিম, রাব্বি,দিল মোহাম্মদ, সালাহ উদ্দিন প্রমুখ।