এম.জুবাইদ, পেকুয়া:
বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের নিদের্শে পেকুয়া থানা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ বিকাল ৩ টায় থানার হলরুমে ওসি সাইফুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও এস আই আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।

তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন। আজ বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বিশ্বে আজ বাংলাদেশ রোল মডেল। এসব আজ শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে সম্ভব হয়েছে।

এমপি জাফর বলেন, পেকুয়ার পুলিশ প্রশাসন প্রশাংসার দাবীদার। ওসি সাইফুর রহমান যোগদানের পর থেকে পেকুয়ার আইনশৃংখলা পরিস্থতি উন্নত হয়েছে। থানাকে দালালমুক্ত থানায় পরিনত করেছে।

বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলার গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজ মনির,
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার, জেলা আওয়ামী লীগ সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম, বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এসময় সভায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আখতারুজজামান, উজানটিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, পেকুয়া থানার এস আই মিন্নত, এস আই সাইফু, এস আই ছিদ্দিক, এ এস আই মমতাজ, এ এস আই জসিম, এ এস আই রুপমসহ স্থানীয় সুশীলসমাজ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি জাফর আলম কেক কেটে আনন্দ উদযাপনের যাত্রা শুরু করেন।