সংবাদ বিজ্ঞপ্তি :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে উখিয়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, দৈনিক যুগান্তরের উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাব’র সভাপতি শফিক আজাদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সেদিন পুরো বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন। পাশাপাশি বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য একটি বার্তা পৌঁছে দিয়েছিলেন। ১৮ মিনিটের অলিখিত ভাষণ বিশ্বে এখনও বিরল দৃষ্টান্ত হয়ে আছে। বঙ্গবন্ধু’র এই ভাষণ আমাদের প্রত্যেকের মনেপ্রাণে লালন করা উচিত।
বক্তব্য রাখেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম.সালাহ উদ্দিন আকাশ, সদস্য শরীফ আজাদ, আলাউদ্দিন সিকদার।
উপস্থিত ছিলেন, মুনিবুল আলম রাহাত, ইমরান আল মাহমুদ, ও রিদুয়ানুল হক সোহাগ।
সঞ্চালনা করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রফিক মাহমুদ।