নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার সীমান্তবর্তী জনপদ উখিয়া উপজেলার নানা শ্রেণী পেশার মানুষগুলো  শনিবার (৬ মার্চ )একত্রিত হয়ে তাদের সুখ-দুঃখ আর আনন্দ-বেদনায় গাঁথা নানা স্মৃতিকথা নিয়ে বসেছিলেন খানিকক্ষন। সীমান্তের ছোট্ট একটি জনপদের মানুষগুলো স্বল্প সময়েই একে অপরের সাথে মিলে মিশে হয়েছিলেন একাকার। কত জনের কত স্মৃতি কথা, কত জনের কতইবা দুঃখ আওড়িয়েছেন তারা। আবার কেউবা সুখের তরিও ভাসিয়েছেন অথৈ স্বপ্নের রাজ্যে। একসাথে খেয়ে-দেয়ে তারা বসেছিলেন দিনব্যাপি আনন্দমূখর এক আড্ডায়।

কয়েকশ নারী-পুরুষ আর তাদের সন্তান-সন্ততিও বিলিয়ে দিয়েছিলেন একে অপরের মাঝে- স্রেফ আড্ডা আর আলোচনায়। চলমান জীবনের এত হা-হতাশার মধ্যেও কর্মব্যস্ত মানুষগুলো তাদের পরিবারের সদস্যদের নিয়ে একত্রিত হয়ে বসেছিলেন এক মিলনমেলায়। গতকাল শনিবার কক্সবাজারের মোটেল উপল সংলগ্ন ‘যারা কনভেনশন’ হলে আয়োজন করা হয়েছিল এই মিলনমেলার।

কক্সবাজারে বসবাসকারি উখিয়া উপজেলার বাসিন্দারা অনেক বছর আগে ‘উখিয়া সমিতি’ নামের সংগটনটি গড়ে তুলেছিলেন। উখিয়া সমিতি সংগটনটি যারা গড়ে দিয়ে গেছেন সেইসব কীর্তিমান ব্যক্তি যথাক্রমে প্রয়াত এডভোকেট একে আহমদ হোছাইন, প্রয়াত এডভোকেট এম,এ রশিদ, প্রয়াত সাংবাদিক একেএম শাহাবুদ্দিন, এডভোকেট সুনিল বড়–য়া সহ আরো বহু সংখ্যক বলিষ্ট সংগটকদের প্রতি কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন আয়োজকরা।

উখিয়া সমিতি প্রতি বছরই আয়োজন করে আসছে এরকম মিলন মেলার। কক্সবাজারে বসবাসকারি উখিয়ার বাসিন্দারা ছাড়াও মিলনমেলায় যোগ দেন অনেকেই। আলোচনা, স্মৃতিচারণতো ছিলই সেই সাথে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, খেলাধুলা সহ আরো কত কিছু। কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় এবং উখিয়া সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুস্টিত আলোচনা সভায় উখিয়ার কীর্তিমান পুরুষ বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মির কাশেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোকতার আহমেদ, বিশিস্ট শিক্ষাবিদ প্রফেসর একেএম নুরুল হক চৌধুরী সহ উখিয়ার রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী সহ আরো অনেকেই আলোচনায় অংশগ্রহণ করেন।

মিলনমেলায় অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমদও। এছাড়াও উখিয়াবাসীর মিলনমেলায় যোগ দিয়েছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম সহ আরো অনেকেই।

বিস্তারিত আছে ……