অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন ২২ জুন পর্যন্ত চলবে। অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন।

শুক্রবার (০৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ৮ জুন থেকে শুরু হবে। আগামী ২৮ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১২ আগস্ট থেকে।

সভায় করোনা মহামারির সময়ে ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে।