খলিল চৌধুরী, সৌদি আরবঃ
ভ্যাকসিন কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন দাওয়াখানা বা ফার্মাসিতেও ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে সৌদি সরকার।
করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে সকল নাগরিক এবং প্রবাসীদের ভ্যাকসিন সেবা নিশ্চিত করেছে দেশটি।
অন্যদিকে আগামীতে হজ্ব করতে ইচ্ছুক সকল হাজীগণদের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক বলে ঘোষণা দিয়েছে।
দেশ ও দেশের বাইরে হজ্ব করতে ইচ্ছুকদের ভ্যাকসিন না নিলে হজের অনুমতি দেবে না সৌদিআরব।
ইতোমধ্যে দেশটিতে এক মিলিয়নেরও বেশী ভ্যাকসিন ডোজ প্রদান করেছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়।
চলিত বছরের মার্চ মাসের মাঝামাঝিতে সৌদিআরবের সকল পরিস্থিতি আগেরমত স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।