প্রেস বিজ্ঞপ্তি :

“মানুষ ও পৃথিবী বাচাতে বন ও জীবিকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আইইউসিএন ও ইউএনএইচসিআর এর যৌথ উদ্যোগে এবং শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় এর সার্বিক সহযোগিতায় ৩ মার্চ বিশ্ব বন্য প্রাণী দিবস-২০২১ উদযাপিত হয়েছে ।
বিশ্ব বন্যপ্রানী দিবস-২০২১ উপলক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন অফিস চত্তরে সর্বসাধারণের অংশগ্রহণের মাধ্যমে একটি তথ্য ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তথ্য ও আলোকচিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল
রোহিঙ্গা জনগোষ্ঠী ও ক্যাম্পে বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে বন্যপ্রানী ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধিকরা । উক্ত অনুষ্টানকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীতে
অংশগ্রহণকারীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্প ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের সাথে পরিবেশকেও রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

তথ্য ও আলোকচিত্র প্রদর্শনীটি সকাল ১০.৩০ শুরু করে থেকে বিকাল ৩.৩০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় ।
উক্ত অনুষ্টানে উপস্থিত অতিথবৃন্দ আইইউসিএন বাংলাদেশ ও ইউএনএইচসিআর কর্তৃক আয়োজিত বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে এই ধরণের উদ্যোগের ভূূূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধরণের কার্যক্রমকে চলমান রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন ।