আবদুল মজিদ, চকরিয়া:
আজিমউদ্দিন কোম্পানী আয়োজিত-পহরচাঁদা গোবিন্দপুর দক্ষিণ পাড়া রেল লাইন সংলগ্ন মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২০২১ এর সর্বশেষ ফাইনাল খেলা বুধবার (৩মার্চ) বিকাল ৩টায় অনুষ্টিত হয়েছে।
খেলার আয়োজক আজিম উদ্দিন কোম্পানীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম, বিশেষ অতিথি চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফ হোসেন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার। অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কচির, ডুলাহাজারার যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, চকরিয়া হাইয়েস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বাবু, ইউপি সদস্য দিদারুল আলম, যুবনেতা সাইফুদ্দিন মাহমুদ প্রমূখ।
আবির স্পোর্টিং ক্লাব পহরচাঁদা বরইতলীকে ১-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি জিতেছে আর্জেন্টিনা ফুটবল একাদশ দক্ষিণ গোবিন্দুপুর পহরচাঁদা বরইতলী।
প্রধান অতিথি সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে মাদক, ইভটিজিংসহ সকল ধরণের অপরাধ থেকে মুক্ত থাকা যায়। এ জন্য খেলাধুলার গুরুত্ব অপরীসিম। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সকল রাষ্ট্রই চেনে। তিনি বলেন, অপরাধীদের দমনে পুলিশ কাজ করছে। কোন খারাপ কর্মকান্ড দেখলে পুলিশ জানান। পুলিশের সেবা পেতে কোন পয়সা লাগেনা। পুলিশ জনগনের বন্ধু হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান আইজিপি মহোদয়ের ঘোষিত পুলিশি সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। সংক্ষিপ্ত বক্তব্যে ) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, তার অফিসের দরজা সবার জন্য উন্মুক্ত। কোন মাধ্যম কিংবা দালাল ছাড়াই তার কাছে গিয়ে পুলিশি সেবা গ্রহণের আহবান জানান।