সিবিএন ডেস্কঃ

করোনাভাইরাসের টিকা গ্রহণ না করলে এই বছরের হজ করার অনুমতি পাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সোমবার দেশটির সংবাদপত্র ওকাজ স্বাস্থ্য মন্ত্রীর স্বাক্ষরিত এক নোটিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির কারণে গত বছর সামান্য সংখ্যক মানুষকে হজের অনুমতি দেওয়া হয়।

দেশটিতে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেওয়ার সুযোগ পায়। তবে এবারে টিকা গ্রহণের বাধ্যবাধকতা দিয়ে বেশি সংখ্যক মানুষকে এই অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

ওকাজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যারা হজে আসতে চাইবেন তাদের জন্য কোভিড-১৯ এর টিকা বাধ্যতামূলক হবে আর এটি হবে অন্যতম শর্ত।’

প্রতিবছর সারা বিশ্বের ২৫ থেকে ৩০ লাখ মুসলমান পবিত্র হজ পালন করেন। বাংলাদেশ থেকেও লাখ লাখ মানুষ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা বাধ্যতামূলক। সৌদি সরকারের আয়ের অন্যতম বড় উৎসও এই হজ।