সংবাদদাতাঃ
কক্সবাজার বন বিভাগ দক্ষিণ এর উখিয়া রেঞ্জ এর থাইনখালী বিটের পালং খালী থেকে অবৈধ ভাবে মাটি পরিবহন কালীন সময় ১টি ডাম্পার আটক করা হয়েছে।
গত রবিবার (২৮ফেব্রুয়ারী) সকালের দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে বিশেষ টহল দল ও বনকর্মীরা এ অভিযান চালায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া থাইনখালী বিটের পালং খালীর বিভিন্ন এলাকা থেকে পাহাড়, টপ সয়েল কেটে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এবং বর্তমানে এলাকায় নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করে আসছে একটি সংঘবদ্ধ প্রভাবশালীচক্র।
বনবিভাগের টহল দলের নেতৃত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, অবৈধ মাটি বহণকালে আমরা একটি ডাম্পার জব্দ করি। পরে বহনকারিকে জরিমানা করা হয়। এই অভিযান চলমান থাকবে।