সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের প্রত্যান্ত অঞ্চলের খেলার মাঠগুলো যথাযথ সংরক্ষণ এবং খেলার মাঠ ঠিক রেখে উন্নয়ন করার দাবীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীতে স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি) কক্সবাজার জেলা শাখা। ২ মার্চ বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংগঠনের পক্ষ থেকে এই দাবী সংবলিত স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান,সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি,সংগঠনের উপদেস্টা সরওয়ার আজম মানিক,ইকরাম চৌধুরী টিপু প্রমুখ।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলার মাঠ সংরক্ষণ করে উন্নয়ন বা কোন দখবাজরা যাতে গ্রামেগঞ্জে কোন খেলার মাঠ দখল করতে না পারে সে জন্য মন্ত্রনালয় থেকে ইতি মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া সরকার উপজেলা পর্যায়ে স্টেডিয়াম করে খেলার মাঠকে আরো আধুনিক করছে তার পরও অনেক জায়গায় খেলার মাঠ দখল বেদখল হয়ে যাচ্ছে সে বিষয়ে সামনে আমরা আরো নজরদারী বাড়াবো। একই সাথে এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে বেশি সতর্ক থাকার জন্য আহবান জানান তিনি।