শেফাইল উদ্দিন:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্র ঘোষিত কর্মসূচি কলম বিরতি পালন করছে ঈদগাঁওর কর্মরত সাংবাদিকরা ।
কলম বিরতি অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক হত্যা, মিথ্যা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। সাংবাদিক সুরক্ষার কোন আইন না থাকায় এমনটি হচ্ছে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দ্রুত আইন প্রনয়নের দাবী জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ।
মঙ্গলবার( ২রা মার্চ) সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ঈদগাঁও বাসষ্টেশনের মহাসড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঈদগাঁও থানা শাখার উদ্যোগে সাধারণ সম্পাদক আবু হেনা সাগরের সঞ্চালনায় বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কলম বিরতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো: রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঈদগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ,মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি শফিউল আলম আজাদ, মানবাধিকার নেতা রাশেদুল আমির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিন্টু,চ্যালেন কক্স সম্পাদক মনছুর আলম,ঈদগাঁহ সাংবাদিক ফোরানের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, সাইমুম সরওয়ার কায়়েম,ঈদগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, প্রেসক্লাবের মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কাউছার ঊদ্দীন শরীফ,প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলা উদ্দিন, ঈদগাঁও টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান রাজুসহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলনের নেতা নুরুল হুদা,ড়া, উসমান গনি, ঈদগাঁও টিভির বার্তা সম্পাদক নুরুল আজিম মিন্টু, ঈদগাঁহ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবী সংগঠনের ইমরান তাওহীদ রানা সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

উল্লেখ্য যে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারাদেশ ব্যাপী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসুচী ছিল।