শাহেদ মিজান, সিবিএন:

কক্সবাজারে অস্ত্র ঠেকিয়ে নারী থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকালে শহরের কুতুবদিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
কক্সবাজার কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপ-পরিদর্শক নূরুল হুদা কনস্টেবল মুমিনুল মামুন ও মামুন মোল্লা।
তিনজনই কক্সবাজার মডেল থানায় কর্মরত ছিলো।

কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, তিন পুলিশ সদস্য সাদা পোশাকে মধ্যম কুতুবদিয়া পাড়ার রিয়াজ আহমদের বাড়িতে গিয়ে তার স্ত্রী রোজিনা আকতারকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই করে। চলে আসার পথে রোজিনা আকতার চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসে। পালানোর সময় এক পুলিশ সদস্যকে আটক করে লোকজন। তবে অন্য দু’জন পালিয়ে যায়। পরে ৯৯৯ এ কল দিলে থানা পুলিশের একটি দল গিয়ে ওই পুলিশ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার স্বীকারোক্তি মতে অন্য দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, এই ঘটনায় রোজিনা আকতার বাদি হয়ে রাতেই একটি মামলা করেছেন। আসামীদের আদালতে পাঠানো হচ্ছে।