বার্তা পরিবেশক :
অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও ছাতা বিতরণ বিতরণ করেছে ডিলাইট হলিডে ফাউন্ডেশন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কলাতলী জিয়া গেস্ট হাউজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিরতণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং।

লায়ন্স ক্লাব অব চিটাগং-এর সভাপতি লায়ন আবু নাসের রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং-এর সদ্য সাবেক জেলা গভর্নর ও দৈনিক আজাদী পত্রিকার পরিচালক লায়ন কামরুল মালেক। এতে আরও উপস্থিত ছিলেন জেলার ক্যাবিনেট সেক্রেটারি অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএলটি লিডার লায়ন জিকে লালা, লায়ন মোসলেহ উদ্দিন খান, সদ্য সাবেক সভাপতি লায়ন নিশাত ইমরান, লায়ন আবদু রব শাহিন, লায়ন সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, লায়ন আবু নাসের, লায়ন মোহাম্মদ ইমরান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ডিলাইট হলিডে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রিয়াজ তারেক উপস্থিত ছিলেন। তাকে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কামরুল মালেক সম্মাননা ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর সাবেক কামরুল মালেক বলেন, পথশিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদের পাশে থেকে সকল লায়ন সদস্যদের কাজ করতে হবে।

সেবা কার্যক্রম ১৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও ছাতা বিতরণ করা হয়।