মোঃ আকিব বিন জাকের, মহেশখালী:
মহেশখালী পৌরসভার পশ্চিম সিকদার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল‍্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সৌদিপ্রবাসী মাওলানা আব্দুল গফুর।

রবিবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে, হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে, তার আগেই গ্রামবাসী ও পার্শ্ববর্তী জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা মাদ্রাসার ছাত্রদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় এলাকাবাসী।

এদিকে, মহেশখালী উপজেলা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অগ্নিকাণ্ডের খবরটি ফোনে তাৎক্ষণিকভাবে অবগত করা হলেও প্রায় ৩০ মিনিট পরে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তার আগেই সব পুড়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।

ফায়ার সার্ভিসের এমন অলসতা এবং দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।