ছোটন কান্তি নাথ :

কক্সবাজারের চকরিয়া পৌরসভা কার্যালয়ের প্রবেশমুখে নির্মিত ঐতিহ্যবাহী চিংড়িশিল্পের চিংড়ি ভাস্কর্য্য উদ্বোধন করা হয়েছে। নিরবচ্ছিন্ন ঝর্ণা দ্বারা তৈরি এবং রাতের বেলায় রকমারী আলোর ঝলকানিতে দৃষ্টিনন্দন এই চিংড়ি ভাস্কর্য্য উদ্বোধনের পর থেকে সেখানে মানুষের ঢল নেমেছে। অনেকে চিংড়ি ভাস্কর্য্যরে সামনে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে আপলোডও করছেন। চকরিয়ার ঐতিহ্য বহনকারী এই চিংড়ি ভাস্কর্য্যটি নির্মাণে খরচ হয়েছে ৬ লক্ষ ২০ হাজার টাকা। চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরীর উদ্যোগে এই ভাস্কর্য্যটি
নির্মাণ করা হয়।

আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে চিংড়ি ভাস্কর্য্য শুভ উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। এ সময় সাথে ছিলেন পৌরমেয়র আলমগীর চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুল আবচার, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, পৌরসচিব মাসউদ মোরশেদ, কাউন্সিলর যথাক্রমে জামাল উদ্দিন, মুজিবুল হক, ফোরকানুল ইসলাম তিতু, আনজুমান আরা, আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন মানিক, সিকান্দার বাদশা নাগু সওদাগর, জমির উদ্দিন মেম্বার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, নুরুস সফি, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মোহাম্মদ হানিফ, সাবেক ছাত্রনেতা হায়দার আলী প্রমূখ।

উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘কক্সবাজার তথা চকরিয়ার ঐতিহ্য হচ্ছে চিংড়িশিল্প। এই শিল্পের ক্রমবর্ধমান বিকাশ এবং দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে এখানকার চিংড়ি। তাই নির্মিত এই চিংড়ি ভাস্কর্য্য ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’