মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
রামু উপজেলার উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়কের সওদাগরপাড়া থেকে ২ কৃষক ও এক মোটরসাইকেল চালকসহ অপহৃত ৩ ব্যক্তি মুক্তিপণ দিয়ে গত রাতে মুক্তি মিলেছে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের অপহরণ করে গভীর পাহাড়ে নিয়ে যায়। অপহতরা হলেন- গর্জনিয়ার পশ্চিমবোমাংখিল গ্রামের মোটরসাইকেল চালক মোঃ কামাল (২২), কাউয়ারখোপ ইউনিয়নের সওদাগর পাড়ার কৃষক ছৈয়দ নূর (৫৫) ও মাহমুদুর রহমান বাবুল (৩০)।
পরেরদিন বুধবার সকালে তাঁদের ছেড়ে দিতে কামালের মুঠোফোন দিয়ে অপহরণকারীরা তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যতায় তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন এ খবর পুলিশ এবং সাংবাদিকদের না জানাতে। রামু থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন- অপহরণের খবর পেয়ে পুলিশ সম্ভাব্য পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অপহরণের খবর ছড়িয়ে পড়লে পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনও অপহৃতদের উদ্ধারে তৎপরতা চলায়। তাদের পরিবার সূত্রে জানা গেছে তিন লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে অবশেষে ৩২ ঘন্টা পর বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১২ টায় অপহৃত তিন ব্যক্তিকে জোয়ারিয়ানালা ভেঙ্গডেবা নামক স্থানে ছেড়ে দেন অপহরণকারীরা। বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজমিরুজ্জামান। তবে মুক্তিপণের বিষয়ে তিনি জানেন না। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলী জানান অপহত এক জন হালকা অসুস্থ বাকী দুই জন সম্পূর্ণ সুস্থ আছে। তিনি কামালকে দেখতে জান এবং খোঁজকবর নেন। অপহৃতদের পরিবার সূত্রে জানা গেছে তিন লক্ষ টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে অপহৃত তিন ব্যক্তি। ফের অপহরণের ঘটনায় রামুর গর্জনিয়া,কাউয়ারকোপসহ আশপাশের এলাকায় আবারও নতুন করে আতঙ্কে ভুগছে এসব এলাকার মানুষ।