এস. এম. তারেক:
“দেশ সমাজ পরিবর্তনে শিক্ষকদের ভূমিকার কোন বিকল্প নেই। নীতি-নৈতিকতার ভেতর থেকে শিক্ষকেরা সমাজের জন্য অনেক কিছু করতে পারেন। এতে পরবর্তী প্রজম্ম তাঁর সুফল ভোগ করবে। এ মহান পেশার সম্মান শিক্ষকদের ধরে রাখতে হবে। ঈদগাঁওতে একটি টিসার্স কা¬বের গুরুত্ব অপিরিসীম।’’
বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ৩য় সাধারন সভা, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সংবর্ধনা প্রদান এবং নতুন কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু-কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন। ঈদগাঁওতে টিচার্স ক্লাব গঠনের উপর তিনি গুরুত্বারোপ করেন। সংগঠনের সভাপতি এস. এম. তারিকুল হাসান তারেকের সভাপতিত্বে এবং সহসভাপতি নুরুল আমিন ও সচিব নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল হক, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার আলম আজাদ এবং নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ঈদগাঁও থানা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক এইচ. এন আলম, রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রেস এসোসিয়েশন সভাপতি কাফি আনোয়ার, সাধারন সম্পাদক নাছির উদ্দিন আল নোমান এবং অর্থ সম্পাদক আনোয়ার হোছাইন। বিদায়ী শিক্ষক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) এনামুল হক, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) নুরুল আবছার, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) আলী আহমদ হেলালী এবং ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া দপ্তরী বাবুল কান্তি দাশ। এর আগে সকাল ১০ টা’য় নাপিতখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. জাফর আলম ফারুকীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় এবং ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলানা ফরিদুল আলমের কন্ঠে পবিত্র কোরআন তেলওয়াত এবং চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিতা দাশের কন্ঠে পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এতে স্বাগত বক্তব্য রাখেন। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের রাজন আচায্য, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নজরুল ইসলাম, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মঞ্জুর আলম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মুফিদুল আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের মোঃ নুরুল আমিন হেলালী, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আবুল কাশেম বিটু, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আবদুল হক হক্কানী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সচিব নূরুল ইসলাম এবং অর্থ বিষয়ক বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সচিব তপন কান্তি তালুকদার। প্রতিবেদন পাঠ শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব এবং ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষক-কর্মচারীবৃন্দের বিদ্যালয় ভিত্তিক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে পরবর্তী দুই বছরের জন্য ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এম. তারিকুল হাসানকে সভাপতি, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের নূরুল ইসলামকে সচিব এবং পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের তপন কান্তি তালুকদারকে অর্থ-সচিব নির্বাচিত করা হয়। অপরদিকে নয়টি বিদ্যালয় থেকে ২জন করে ১৮ জন প্রতিনিধি নির্বাচিত করেন উপস্থিত শিক্ষক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদেরকে ক্রেস্ট সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল ও শিক্ষক বান্ধব জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ এবং বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার নুরুল আজিমকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ সহ সভাপতি মিজানুল হকসহ বিভিন্ন পেশাজীবি ও সংগঠনের অন্তর্ভূক্ত ৯টি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।