শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলার সার্বিক পরিস্থিতিসহ সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি উপজেলা হলরুমে সভা শুরুর আগে নবাগত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এম জহিরুল হায়াত।।

উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াতের সভাপতিত্বে মতবিনিময় সভায় অফিস-আদালতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানজনক আচরণ করার আহবান জানান জেলা প্রশাসক মামুনুর রশিদ।

এ সময় গোজবে কান না দিয়ে সবাইকে করোনা টিকা গ্রহণের অহবান জানান। সেই সাথে কুতুবদিয়া মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে পদক্ষেপ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ জাহাঙ্গির আলম চৌধুরী, কুতুবদিয়া আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন, আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান বি.কম.নুরচ্ছা, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হাছান কুতুবী প্রমুখ।

সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।