আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

কক্সবাজার সদরের ঈদগাঁও থানা প্রেসক্লাবের উদ্যোগে অমর একুশে,শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী(রবিবার) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে ঈদগাঁও থানা প্রেসক্লাব সভাপতি এস.এম.তারেকুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় ঈদগাঁও প্রেস এসোসিয়েশন অর্থ সম্পাদক আনোয়ার হোছাইনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিসেবে মুক্তিযুদ্ধা সন্তান ও ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাষ্টার আবু তাহের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইত্যাদি খ্যাত ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনের(কেজি স্কুল) সুযোগ্য শিক্ষক নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বি.আর.হাশেমি বদরু।বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি নুরুল আমিন হেলালী,ঈদগাঁও প্রেস এসোসিয়েশন সভাপতি কাফি আনোয়ার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আল নোমান, প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক আজাদ মনসুর,সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন,প্রেস ক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক। সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের অর্থ সম্পাদক এইচ এন আলম। আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের ঐতিহাসিক আত্মত্যাগ,ভাষা আন্দোলনের পটভূমির জেরে পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রের সর্বত্র তথা সব রাষ্ট্রীয় কার্যক্রমে বাংলা ভাষার প্রয়োগ শতভাগ বাস্তবায়ন করে ভাষা শহীদদের আত্মত্যাগের অমূল্য ঋণ কিছুটা হলেও শোধ হবে বলে মন্তব্য করেন।