শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার সরকারী কলেজ গেইট এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ তিন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ১৫ এর সদস্যরা।
রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলার পূর্ব পানখালী এলাকার মীর কাশেমের পুত্র মোঃ ইসমাঈল (৪০), সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া কোনারপাড়া এলাকার মনছুর আলমের স্ত্রী কমলা বেগম (৩০),
ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২০ নং ক্যাম্পের জাবের মেয়ে নুরুন নাহার (৩২)।

তথ্য মতে , কক্সবাজার সরকারী কলেজ গেইট সংলগ্ন ‘ইত্যাদি রহিম ষ্টোর’ নামক দোকানের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের করছিলো পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‍্যাব-১৫, কক্সবাজার এর একটি দল। অভিযানে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তিনজনকে আটক করা হয় এবং তাদের সাথে থাকা ৬ কেজি ওজনের তিনটি গাঁজার পুটলি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসার সাথে জড়িত।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।