মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার ডিসি কলেজ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

এদিন কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফেরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পাঞ্জলি অর্পন করেছে। কলেজ প্রাঙ্গণে জুম এ্যাপসের মাধ্যমে অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং জীব বিজ্ঞানের প্রভাষক মুমতাহেনা এর সঞ্চালনায় ‘একুশের চেতনা’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে রাফিউস সাদেক, রিফা তাসফিয়া এবং মোহাম্মদ মহিউদ্দীন উক্ত আলোচনায় অংশ নেন। শওকত আরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং আব্দুল্লাহ আল কাফি মহান একুশ নিয়ে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে গণিতের প্রভাষক কে.এম. আহ্সান উল্যাহ, আইসিটি’র প্রভাষক কাসার উদ্দিন, ইংরেজীর প্রভাষক তাসনিম ইসলাম, সহকারী হিসাব রক্ষক এম. ওবায়দুল হক রোকন বক্তব্য রাখেন। বক্তারা বাংলা ভাষা, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ সৃষ্টিতে একুশের তাৎপর্য, একুশের পটভূমি, মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করা, মাতৃভাষাকে যথাযথ সন্মান প্রদর্শন এবং সঠিকভাবে বাংলা ভাষা চর্চার উপর সভায় গুরুত্বারো করা হয়। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ব্যবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ শরীফ এর পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া কক্সবাজার ডিসি কলেজ এর পালিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো-জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাচ ধারণ ইত্যাদি।