শাহীন আবদুর রহমানঃ
একুশ আমার মুখের কন্ঠ
রক্তঝরা ফাগুন
একুশ আমার বুকের মাঝে
ছাই চাপা সেই আগুন।
একুশ আমার ন্যায্য দাবী
অধিকারের হরণ
একুশ আমার বুলেটবিদ্ধ
বুকের রক্তক্ষরণ।
একুশ মানে মেঘের কোণে
ঊঁকি দেয়া সেই সূর্য
একুশ আমার প্রেমের মাঝেই
সংগ্রাম রণতূর্য।
একুশ মানেই হার না মানা
একুশ মানেই মুক্তি
একুশ মানেই ধ্বংসস্তুপে
দাঁড়িয়ে থাকা যুক্তি।
-শাহীন আবদুর রহমান
২১ ফেব্রুয়ারি, ২০২১. কক্সবাজার।