আতিকুর রহমান মানিক
কক্সবাজার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭২ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা সড়কের প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এ মিলনমেলা সম্পন্ন হয়।
সকাল থেকে ১৯৭২ ব্যাচের ছাত্ররা একে একে অনুষ্ঠানস্হলে সমবেত হন। এরপর শুরু হয় দিনব্যাপী কর্মসূচী। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দুপুরে লাঞ্চ, স্মৃতিচারন ও সবশেষে বিকালে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন প্রাক্তন ছাত্রবৃন্দ।
এসএসসি ১৯৭২ ব্যাচের ছাত্রদের মধ্যে অনুষ্ঠানে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ এলসিএমসি পিএসসি, সংগঠনের আহবায়ক ও মুক্তিযোদ্ধা মাষ্টার নূরল আজিম, স্বাচিপ নেতা ডাঃ সাইফুদ্দীন ফরাজী, সদস্য সচিব ও ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এবং মুক্তিযোদ্ধা সন্তান মাষ্টার আবু তাহের, ঈদগাঁহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দীন, লেঃ কর্ণেল (অবঃ) এহেছানুল হক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টু, সিরাজুল হক, নূরুজ্জামান ও জাফর উল্লাহ হেলালী প্রমূখ।
অনুষ্ঠানশেষে সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার জনগন উপস্থিত ছিলেন।