মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। শুক্রবার ১৯ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১২ টার দিকে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাহামুদুল করিম মাদু, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কক্সবাজার পৌরসভার সচিব রাসেল চৌধুরী প্রমুখ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শুক্রবার একটা সামাজিক কর্মসূচীতে যোগ দেবেন এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এলজিইডি কর্তৃক কক্সবাজার পৌরসভায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে অফিস প্রধানদের সাথে মতবিনিময় করবেন।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ পরদিন শনিবার ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ১৯৯৩ সালে কক্সবাজার জেলায় এসএসসি পাস করা প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশন এর এক মেগা পূর্ণমিলনীতে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার বিকেল ৫ টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে সিনিয়র সচিব এর একান্ত সচিব মোঃ শরীফুল আলম তানভীর প্রেরিত সফরসূচিতে জানা গেছে।