আমিনুল কবির:
কক্সবাজার শহরে ভেজাল ও অপরিস্কার খাবার বিক্রয়ের অপরাধে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার ও বিএসটিআই আইনে ৪টি রেষ্টুরেন্টকে ৯ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিন ব্যাপি র‌্যাবের আইন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় শালিক রেষ্টুরেন্টকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, হাড়ি রেষ্টুরেন্ট এন্ড বারবিকিউ তন্দুরীকে ৫ লক্ষ টাকা, রুপসী রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও কসুম কলি রেষ্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।