আবুল কালাম ,চট্রগ্রাম :

চট্টগ্রাম কর অঞ্চল ২ এর নতুন কমিশনার হিসেবে পদোন্নতি দিয়ে এ কে এম হাসানুজ্জামানকে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি ঢাকা কর আপিল অঞ্চল ৩ এর অতিরিক্ত কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এতদিন এ দায়িত্ব পালন করে আসা জিএম আবুল কালাম কায়কোবাদকে ঢাকার কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি কর অঞ্চল ২, ৩ ও ৪ এবং কেন্দ্রীয় কর অঞ্চলের কর কমিশনার পদে ছয় জনকে পদোন্নতি ও বদলি করা হয়। বুধবার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু কর্তৃক সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা
গেছে।

একই আদেশে আয়কর বিভাগের ছয় কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশে বলা হয়েছে, কর কমিশনার অনিমেষ রায়কে খুলনা কর আপীলাত ট্রাইব্যুনাল সদস্য থেকে নারায়ণগঞ্জের কর কমিশনার, ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য মাহবুবা হোসেইনকে ঢাকা কর অঞ্চল ২ এর কর কমিশনার ও রংপুরের কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য মো. আমিনুলকে ইসলামকে কর আপীল অঞ্চল ১ এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে

এছাড়া, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কমিশনার মো. আসাদুজ্জামানকে রংপুরের কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে এবং রাজশাহী কর অঞ্চলের মোহাম্মদ মফিজ উল্যাকে ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।