বলরাম দাশ অনুপম :
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা শুরু হচ্ছে সোমবার। সোমবার সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্যে দিয়ে এই পূজা শুরু হলেও আনুষ্ঠানিক পূজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে বিভিন্ন পূজামন্ডপ। শাস্ত্রমতে, প্রতি বছর শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।

কক্সবাজার পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ ও সাধারণ সম্পাদক জনি ধর জানান-সরস্বতী পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ডপে মন্ডপে চলে গেছে প্রতিমা। মঙ্গলবার পূজার দিন এবং বুধবার প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা সম্পন্ন করা যায় সেজন্য জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পৌর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।