শাহজালাল শাহেদ, চকরিয়া:
অবিভক্ত চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ¦ মোহাম্মদ হোসাইন বিএসসি’র নামাযে জানাযা গতকাল শুক্রবার বিকাল ৪টায় চকরিয়া পৌরসভার মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (কমিউনিটি সেন্টার মাঠ) অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল জানাযার নামাযে শোকার্ত মানুষের ঢল নামে। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামসের আহমদ।

চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছের পরিচালনায় জানাযাপূর্ব সমাবেশে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ, উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও পরিবারের পক্ষে মরহুমের ছোটভাই আওয়ামী লীগ নেতা সেলিম উল্লাহ।

এসময় চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের নিজ এলাকার স্থানীয় কবরস্থানে মৃতদেহ দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, বিএনপি নেতা অবিভক্ত চকরিয়া-পেকুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ হোসাইন বিএসসি (৭৫) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে রাজধানীর ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক আলহাজ¦ মোহাম্মদ হোসাইন বিএসসি’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।