বার্তা পরিবেশক:
কক্সবাজার সদরের ভারুখালীতে ১৪৪ ধরা ভঙ্গ করে রাতের আঁধারে জমি দখরের অপচেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় বাধা দিতে গেলে জমির মালিকের উপর হামলা চালানো হয়েছে। ভাংচুর করা হয়েছে অবকাঠামো এবং লুট করা হয়েছে।
গত ১০ ফেব্রæয়ারি রাত ২টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ভারুয়াখালী ইউনিয়নের চাঁন্দরপাড়া এলাকার নুরুল হুদা গংয়ের মালিকানাধীন একটি মূল্যবান জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে স্থানীয় চাঁন্দুর পাড়ার মৃত আমি হোসাইনের পুত্র কলিম উল্লাহসহ একটি পক্ষ। এর অংশ হিসেবে বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা চালিয়েছে ওই পক্ষ। এই নিয়ে থানায় অভিযোগ করা হয়েছিলো। সর্বশেষ ওই বিরোধী হোসাইনের পুত্র কলিম গংয়ের উপর ১৪৪ ধারা জারি করেছে আদালত।

কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে কলিম উল্লাহর নেতৃত্বে তার লোকজন ওই জমি দখলের জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা সেখানে থাকা দোকানঘর ভাংচুর করে। এতে বাধা দিতে চেষ্টা করেন জমির মালিক নুরুল হুদা। বাধা দিলে তাকে ব্যাপকভাবে মারধর করা হয়। এসময় জমিতে থাকা বিভিন্ন নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। একইভাবে গতকাল ১১ ফেব্রæয়ারিও আরেক দফায় হামলা চালায়।

এই ঘটনার ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের জন্য কাছে আহŸান জানিয়েছেন ভুক্তভোগী নুরুল হুদা।