ফারুক আহমদ , উখিয়া :

উখিয়ার প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর চাষাবাদের সুবিধার্থে পানি সংরক্ষণে মাটি দিয়ে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। উপজেলার রাজাপালং ইউনিয়নের অনগ্রসর পিছিয়ে পড়া দরগাহ বিলে এটি নির্মাণ করা হচ্ছে।

সোমবার উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে পানি সংরক্ষণের জন্য মাটির বাঁধ নির্মানের ফলক উম্মোচনের মধ্যেদিয়ে শুভ উদ্বোধন করেন।
রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডি আর সি বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর সুমিত্রা মুখার্জি। বক্তব্য রাখেন মেম্বার ইকবাল বাহার, কৃষক প্রতিনিধি ছৈয়দ মিয়া।