আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

শনিবার ও রবিবার দু’ফায় আলীকদমের সেনা বাহিনীর হাতে ২৮ জন রোহিঙ্গা আটক হয়েছে। আটক হওয়া রোহিঙ্গাদের নির্মাণাধীন আলীকদম-পোয়ামুহুরী সড়কে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল ২৪ রোহিঙ্গা শ্রমিক। রবিবার বিকেলে আলীকদম জোন কেন্টিন এলাকা থেকে আরো ৪ জন রোহিঙ্গা আটক করে সেনাবাহিনী। এসব শ্রমিকরা জানায়, তারা পাহাড়ে বাঁশ-কাটার জন্য যাচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর জামানের সেনা টহল দল আলীকদম-পোয়ামুহুরী সড়কের ৩২ কিলোমিটার এলাকা থেকে শনিবার বিকেলে ২৪ জন রোহিঙ্গা আটক করেন। আটক হওয়া রোহিঙ্গাদের থানা হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রকিব উদ্দিন জানান, তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।