সিবিএন:

কক্সবাজার সরকারি কলেজের দীর্ঘদিনের সাবেক অধ্যাপক ও রাঙামাটি কলেজের সাবেক অধ্যক্ষ মনির আহমদ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি—রাজেউন)।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের ভাতিজা মির্জা আসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা আসলাম জানান, মনির আহমদ আহমদ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিওতে স্থানান্তর করা হয়। আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন।

পরিবার সুত্রে জানা গেছে , আজ আছরের নামাজের পর তারাবনিয়ার ছড়া কবরস্থান মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মনির আহমদ কর্মজীবনের দীর্ঘদিন কক্সবাজার সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। পরে তিনি সাতকানিয়া কলেজেও অধ্যাপনা করেন ও রাঙামাটি কলেজে অধ্যক্ষ হিসেবে ২০০৬ সালে  অবসরে যান।

অধ্যাপক মনির আহমদ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের মরহুম রাজা মিয়ার পুত্র।